সংশয়
বশিরউদ্দিন মাঝির গত কদিন ধরে বেশ ব্যস্ততায় কাটছে। নতুন একটা খ্যাপ নিয়ে নায়রপুর গঞ্জে এসেছে তার ট্রলার। চালিশার ঘাট থেকে কাঠের চালান নায়রপুরে আনা-নেওয়া করে। উত্তরে নতুন ব্রীজ তৈরী হওয়ায় এখন আর কেউ ট্রলারে চালান পাঠায় না। কিন্তু আমিন শেখের মতো আচ্ছুত লোকেরা এখনো ট্রলারের উপর নির্ভর করেই চলে। এর আগেও কয়েকবার তার চালান আনা-নেওয়া করেছে […]