![]() ![]() . কোয়ারেন্টাইন মধ্যবিত্ত পরিবারগুলো কতটুকু মানতে পারবে, এটাই সবচেয়ে দেখার বিষয়। শহরে বসবাসকারী অধিকাংশ মধ্যবিত্তের সদস্য সংখ্যা ৪-৬ জন। অধিকাংশই ভাড়া বাড়িতে থাকেন। সেখানে ২-৪ টার বেশি কক্ষ কখনোই থাকে না। তাদের শোয়ার বিছানা একই থাকে, গোসল খানা একটা বা দুইটা। একই আলমারি, ক্যাবিনেট একটার উপর আরেকটা কাপড় চোপড় রাখে। একই জিনিস ২-৩ জন মিলে ব্যবহার করে। . করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে কোয়ারেন্টাইনে কখনো পরিবারের এক বা দুইজন সদস্য গেলে কখনোই কার্যকর হবে না। ইতোমধ্যে ভাইরাস সুপ্তাবস্থায় অন্যদের শরীরে ট্রান্সমিট হয়ে যায়। তখন প্রত্যেক সদস্যকে আলাদা আলাদা ঘরে না রাখা হলে, তাদের ব্যবহার্য সামগ্রী আলাদা না করা হলে, ভাইরাস হু হু করে ছড়াবে। পাঁচ সদস্যের পরিবারের জন্যে তখন পাঁচটা রুমে না রাখা গেলে একজন সদস্য থেকে বাকিদের ছড়িয়ে যাবে, তখন কেউই কাউকে সাহায্য করতে এগিয়ে আসতে পারবে না। |
